Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুকুরের ওপর হেলে পড়েছে পাঁচ তলা ভবন, এলাকায় মাইকিং

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৪১ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজশাহী নগরীতে নির্মাণাধীন একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। নগরীর হেতেমখাঁ কলাবাগান এলাকায় পুকুর ভরাট করে এই ভবন গড়ে তুলেন বাড়ির মালিক। এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সরে যাবার নির্দেশ দিয়েছে প্রশাসন।

বুধবার বিকেলে ফায়ার সার্ভিস ও রাজশাহী সিটি করপোরেশন ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এর আগে থেকেই সেখান থেকে সরে যেতে শুরু করেন ভবনের বাসিন্দারা।

রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে দমকল বিভাগ ভবনটি পরিদর্শন করে। ঝুঁকিপূর্ণ ওই ভবনটি পুকুর ভরাট করে গড়ে তোলা হয়।

তিনি বলেন, তিন তলার অনুমোদন নিয়ে পাঁচতলা নির্মাণ করা হচ্ছিল। চার তলায় লোকজন বসবাস করছিলেন। মাইকিং করে বাসিন্দাদের সরে যাবার নির্দেশ দেয়া হয়েছে। এ নিয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Bootstrap Image Preview