Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে চতুর্থ বৃহৎ নার্সিং কলেজ ভবনের উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৬:৪২ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৬:৪২ PM

bdmorning Image Preview


বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানে ২৮ কোটি টাকা ব্যয়ে চতুর্থ বৃহৎ নার্সিং কলেজ ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) সকালে এই নবনির্মিত নার্সিং কলেজ ভবনের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নার্সিং ও মিডওয়াইফারী অধিদফতরের মহাপরিচালক তন্দ্রা শিকদার, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) মো: আবুল কাসেম, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র ইসলাম বেবী, সিভিল সার্জন ডা: অংসুইপ্রু মারমা, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল খয়রাত মোহাম্মদ বদরুল ইসলাম।

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১ কোটি টাকা ব্যয়ে বান্দরবান সদরে হোমিওপ্যাথিক কলেজের ভবন, ৭৫ লাখ টাকা ব্যয়ে বান্দরবান সরকারি কলেজের অডিটরিয়াম ও লাইব্রেরির ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে জেলা সদরে শিক্ষার মানোন্নয়নের লক্ষে পোষ্ট-গ্রাজুয়েট কলেজ সমুহের উন্নয়ন প্রকল্পের অওতায় একই কলেজে ১ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে স্যানিটারী, পানি সরবরাহ এবং আভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজসহ দ্বিতল প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়।

Bootstrap Image Preview