Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ রাতে কাদের সিদ্দিকীর বাসায় ডিনারে যাচ্ছেন ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৬:৩৯ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৬:৪২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আজ রাতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় দাওয়াতে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

আজ বুধবার রাতে কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসায় কামাল হোসেনের যাওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে কাদের সিদ্দিকীর বাসায় তার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বঙ্গবীর কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, 'ড. কামাল হোসেন রাতে আমার বাসায় ডিনার করতে আসবেন।' তবে এ সময় তাদের মধ্যে কী আলোচনা হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু বলেন, 'রাত ৮টা সাড়ে ৮টার দিকে ড. কামাল হোসেনসহ আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় যাব। তিনি আমাদের রাতের খাবারের দাওয়াত দিয়েছেন।'

এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম মহাসচিব ইকবাল সিদ্দিকী বলেন, 'ড. কামাল হোসেন ছাড়াও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্নাসহ আরও কয়েকজন আসার কথা রয়েছে।'

এর আগে গত ২৫ অক্টোবর রাতে কামাল হোসেনের বেইলি রোডের বাসায় গিয়ে তাকে দাওয়াত দিয়ে আসেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেদিন তিনি সাংবাদিকদের বলেছিলেন, 'ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান রচনা করেছেন। এখন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। আমরা এখন একসঙ্গে কাজ করতে চাই।' তবে ঐক্যফ্রন্টে যোগ দেওয়া না দেওয়া নিয়ে ড. কামাল হোসেনের সঙ্গে কোনো কথা হয়নি বলেও জানান তিনি।

এদিকে, কাদের সিদ্দিকীর বাসায় মঙ্গলবার রাতে দেড় ঘণ্টার বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের বিষয়বস্তু তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জাতীয় স্বার্থে কাদের সিদ্দিকীর অবদান ও ভূমিকার প্রশংসা করেন এবং জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে অনুরোধ জানান।

এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক জানান, বিএনপি মহাসচিবের সঙ্গে তাদের হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে দুই নেতা আলোচনা করেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়। জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের বিষয়ে আগামী দুই-একদিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি জানান।

এদিকে হঠাৎ কাদের সিদ্দিকীর বাসায় ড. কামাল হোসেনের দাওয়াত নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।  তবে রাজনৈতিক মহলে শোরগোল চলছে, কাদের সিদ্দিকীও জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেন।

এ বিষয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী জানান, ৩ নভেম্বর তার রাজনৈতিক অবস্থান সর্ম্পকে পরিষ্কার করবেন।

Bootstrap Image Preview