Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেয়র লোকমান হত্যার মূল হোতা গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:৪৮ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:৪৮ PM

bdmorning Image Preview
মেয়র লোকমানের পরিবার


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে জনপ্রিয় পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যাকাণ্ডের ৭ বছর পেরিয়ে গেছে। ২০১১ সালের এই দিনে সন্ধায় আওয়ামী লীগের দলীয় লীগের দলীয় কার্যালয়ে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

হত্যাকাণ্ডের প্রায় দীর্ঘ ৭ বছর পেরিয়ে যাওয়ার পর মঙ্গলবার (৩০ অক্টোবর) মূল হোতা মোবারক হোসেন মোবাকে গ্রেফতার করেছে নরসিংদী জেলার গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

মঙ্গলবার ১১টার দিকে রাজধানীর ঢাকার ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রূপন কুমন সরকার।

এসআই রূপন কুমন সরকার গণমাধ্যমকর্মীদের বলেন, মোবারক হোসেন মোবা নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেন হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি ওই মামলার অভিযোগপত্র অনুযায়ী ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন। গত ২৫ অক্টোবর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। এতদিন তিনি পলাতক অবস্থায় ছিলেন।

এদিকে চাঞ্চল্যকর লোকমান হত্যার আসামি গ্রেফতার হওয়ার পর তার ফাঁসির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি ঝটিকা মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যায়ের সামনে গিয়ে শেষ হয়।

প্রয়াত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান বলেন, আমরা জানতে পেরেছি প্রয়াত মেয়র আমার বড় ভাই লোকমান হোসেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোবারক হোসেন মোবাকে গ্রেফতার করা হয়েছে। এটি নরসিংদীবাসীর জন্য কতটা স্বস্তিদায়ক তা বলে বুঝানো যাবে না। তাও আবার লোকমান ভাইয়ের সপ্তম মৃত্যুবার্ষিকীর আগের দিন। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার পরিবারসহ নরসিংদীবাসী কৃতজ্ঞ।

Bootstrap Image Preview