Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে গান গেয়ে মঞ্চ মাতালেন বাউল সম্রাটের নাতী 

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০১:৫৮ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০১:৫৮ PM

bdmorning Image Preview


দিন থেকেই সকলের মনের ভাবনা ছিলো কখন যে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নাতী মঞ্চে উঠে গান শুরু করেন। সন্ধ্যা শেষে শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গণে লোকজ ও সাংস্কৃতিক উৎসবে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নাতি শাহ ফয়সল (ভাগিনার ছেলে) মঞ্চে উঠে শাহ আব্দুল করিমের গান গেয়ে দর্শকদের মাতিয়ে তুলেছেন।  

শুরুতেই লম্বা সুরে গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান বলার সাথেই দর্শকরা মেতে উঠে, পরের সুরে মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম, দর্শকদের মধ্যে আরও উন্মাদনা বেড়ে যায়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাজারের বেশী দর্শকদের সমাগম দেখা যায়। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নাতি শাহ ফয়সল একের পর এক নানার গান গেয়ে দর্শকদের পুরোই মাতিয়ে তুলেছেন। এছাড়াও অনুষ্ঠানে আব্দুল করিমের গান গেয়েছেন আশিক সরকার। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে 'সৃজনে উন্নয়নে বাংলাদেশ' এ শ্লোগানকে সামনে রেখে লোকজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাবেক চীফ হুইপ সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে.এম. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায় প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দরা ও হাজার দর্শক উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।  

Bootstrap Image Preview