Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি যুবরাজের জায়গা ‘দখল নিচ্ছেন’ যুবরাজ আবদেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ১১:১৩ AM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ১১:১৩ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক বিভিন্ন সংস্কার হাতে নিয়ে ব্যাপক আলোচনায় আসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। হয়েছেন বেশ সমালোচিতও। সর্বশেষ সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর প্রচণ্ড চাপে আছেন সৌদি যুবরাজ।  

এদিকে মোহাম্মদ বিন সালমানের এই চাপের মুখেই স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে স্বদেশে ফিরেছেন সৌদি আরবের যুবরাজ আহমেদ বিন আবদেল আজিজ। যুবরাজ আবদেলের এই দেশে ফিরে আসার বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন, তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্থলাভিষিক্ত হতে পারেন।

প্রিন্স আহমেদ বিন আবদেল আজিজ এতদিন স্বেচ্ছা-নির্বাসনে লন্ডনে অবস্থান করছিলেন। পশ্চিমা বিশ্লেষকদের অভিমত, তিনিই এখন সৌদি যুবরাজ মোহাম্মদের জায়গা নিতে পারেন।

কী শর্তে তিনি ফিরে এসেছেন তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা পেয়েই তিনি দেশে ফিরেছেন।

বিবিসির সংবাদদাতা ফ্রাংক গার্ডনার বলছেন, সৌদি রাজপরিবারের সূত্র থেকেই যুবরাজ আবদেলের দেশে ফিরে আসার খবর জানানো হয়েছে। এ থেকে আভাস পাওয়া যায়, সৌদিতে এখন প্রিন্স মোহাম্মদের ভবিষ্যৎ দোলাচলে রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুন হন। এই হত্যাকাণ্ডের কারণে চাপের মুখে রয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি রাজপরিবারের কঠোর সমালোচক ছিলেন খাশোগি।

Bootstrap Image Preview