Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে ১৭৪৫ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৯:৫৮ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৯:৫৮ PM

bdmorning Image Preview


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে ১৭৪৫ জন কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান জানান, ৩৩০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি করে সরিষা বীজ, ৬০০ জনকে ২ কেজি করে ভুট্টা বীজ, ৩৫০ জনের মাঝে ২ কেজি করে গম বীজ, ৩৬৫ জনের মাঝে ৫ কেজি করে বোরো ধান বীজ, ৯০ জনের মাঝে ৫ কেজি করে মুঘ ডাল বীজ, ১০ জন কৃষকের মাঝে ২০ গ্রাম করে বেটি বেগুন বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েয়ে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview