Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলায় গান গাওয়ায় শিল্পীকে পাথর নিক্ষেপ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৮:৩৮ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৮:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বলিউডের জনপ্রিয় গায়ক শান আসামের গোহাটি গিয়েছিলেন কনসার্টে। অক্টোবরের ২৮ তারিখ৷ গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে শো চলছিল সঙ্গীতশিল্পী শানের৷ অনুষ্ঠানটি চলাকালীন হঠাৎই তার উপর পাথর এবং পেপারের তৈরি বল ছুঁড়তে শুরু করে দর্শকরা৷ সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় শোরগোল৷

ঘটনাটি শুরু হয় শানের বাংলার গান গাওয়ার পর৷ কয়েকটা হিন্দি গান গাওয়ার পর বাংলা গান ধরতেই দর্শকরা চিৎকার করে ওঠে৷ বলতে শুরু করে, “এটা পশ্চিমবঙ্গ নয়, এটা অসম৷” শান এর উত্তর দিয়ে অনুরোধ করেন যে বিষয়টিকে রাজনৈতিক দিক থেকে না দেখতে৷ একজন শিল্পীর সঙ্গে যেন এরকম না করা হয়৷

ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, শান প্রথমে কয়েকটি হিন্দি গান গেয়ে পরে একটি বাংলা গান শুরু করেন। তখন গোহাটির দর্শকরা শানের ওপর ক্ষুব্ধ হন। অনেকে চিৎকার করে বলতে থাকেন, এটা আসাম। বাংলা নয়।

এ সময় শান তার গান বন্ধ করে স্টেজ থেকে নেমে যান। দর্শকদের জানান, শরীরে জ্বর থাকার পরেও গান গাইছেন। একজন শিল্পীর সঙ্গে এ রকম করা উচিত নয়। এটাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলাও উচিত নয়।

পরে একাধিক ভক্ত শানের কাছে ক্ষমা চেয়ে নেন। এক ভক্ত টুইটারে লিখেছেন, আমি গুয়াহাটিতে থাকি না। কিন্তু একজন আসামিয়া হিসেবে আমাদের ক্ষমা করে দেবেন। সঙ্গীতের কোনও সীমানা নেই। দুষ্কৃতীদের শাস্তি দেয়া উচিত। আসামিয়া জুবিন বাংলায় অনেক বেশি জনপ্রিয়।

Bootstrap Image Preview