Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জবি উপাচার্যের বিরুদ্ধে উকিল নোটিশ প্রেরণে শিক্ষার্থীদের ক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৭:৩৯ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানকে মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল মান্নানের উকিল নোটিশ পাঠানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার উকিল নোটিশ পাঠানোর ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

বেলা ১২টার দিকে কাঠাল চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে শিক্ষার্থীরা জবি উপাচার্যের বিরুদ্ধে মান্নানের উকিল নোটিশকে অবৈধ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান। এসময় তারা মান্নানের কুশপুত্তলিকা দাহ করেন।

এদিকে জবি উপাচার্যের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানোর ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মরত সাংবাদিকদের সংগঠন জবি সাংবাদিক সমিতি।

সাংবাদিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সাক্ষরিত এক বিবৃতিতে উকিল নোটিশ প্রেরণের ঘটনার কঠোর সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
 

Bootstrap Image Preview