Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাক নাকি বিড়াল? নেট দুনিয়ায় তোলপাড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৬:৫১ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৬:৫১ PM

bdmorning Image Preview


নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে ছবিটি নিয়ে। ছবিটি দেখতে কাকের মতো, এবার বেড়ালের মতোও দেখা যায়! এক টুইটার ব্যবহারকারী হেঁয়ালি তৈরি করেছেন ক্যাপশন দিয়ে। আসলে সেটি বিড়াল, নাকি কাক, তা জানতে উঠেপড়ে লেগেছেন হাজারো মানুষ।

আমেরিকার বাসিন্দা জনৈক রবার্ট মারগুইর-এর টুইটার হ্যান্ডেলে পোস্ট হয়েছে ছবিটি। যার মুখ-চোখ কাকের মতো। কিন্তু শারীরিক অবয়ব বিড়াল।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'এই কাকের ছবিটি বিস্ময়কর, কারণ প্রকৃতপক্ষে এটি একটি বিড়াল।'

গত ২৮ অক্টোবর এই ছবি টুইটারে পোস্ট হতেই ভাইরাল হয় ছবিটি। প্রায় ৫৮ হাজার রিটুইট হয়েছে। তার মধ্যে প্রচুর মিম। রিঅ্যাকশন দেড় লক্ষেরও বেশি। শেয়ারের সংখ্যাও বহু।

ছবিটি দেখে কেউ বলছেন অজানা জন্তু। কেউ নিশ্চিত করে বলছেন কাক, কারও আবার বিড়াল। একজন গুগল রিভার্স ইমেজ সার্চ করে তার রেজাল্ট দিয়েও রিটুইট করেছেন।

আসলে আলো-ছায়া আর ক্যামেরার কারসাজিতে এমনভাবে ছবিটি তোলা হয়েছে যাতে এই দৃষ্টিবিভ্রম বা অপটিক্যাল ইলিউশন তৈরি হয়েছে। ভাল করে খেয়াল করলে যা আপনিও সহজেই ধরে ফেলতে পারবেন।

ছবিটি আসলে একটি বেড়ালের, যার একটি চোখে আলো ফেলা হয়েছে এবং প্রতিফলিত হয়েছে। অন্য চোখের অংশে আলো নেই। ফলে কালো রঙের বিড়ালের গায়ের সঙ্গে আলোহীন চোখটি কার্যত মিশে গিয়েছে।

আর কাকের মতো ঠৌঁট যেটি মনে হচ্ছে, সেটি আসলে বিড়ালটির একটি কান। ভাল করে খুঁটিয়ে পরীক্ষা করলেই এই বিষয়টি ধরা পড়বে। অর্থাৎ রবার্ট মারগুইর-এর দাবিতে কোনও ভুল নেই। এটি সত্যিই একটি বিড়াল, যাকে কাকের মতো দেখাচ্ছে।

Bootstrap Image Preview