Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুক্তি পেলেন সাবেক ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৫:৫৩ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শ্রীলংকার জ্বালানিমন্ত্রী ও সাবেক ক্রিকেট তারকা অর্জুনা রানাতুঙ্গা জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার নিজ কার্যালয়ের সামনে রানাতুঙ্গার দেহরক্ষীর গুলিতে একজন নিহত হয়। সেই ঘটনায় সোমবার রানাতুঙ্গাকে গ্রেফতার করা হয়। 

জানা গেছে, পাঁচ লাখ রুপির জামানতে মুক্তি পেয়েছেন অর্জুনা রানাতুঙ্গা।

শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে শুক্রবার বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। শনিবার পার্লামেন্ট স্থগিত করে মন্ত্রিসভাও ভেঙে দেন সিরিসেনা।

উল্লেখ্য, রনিল বিক্রমাসিংহের মন্ত্রিসভার জ্বালানিমন্ত্রী ছিলেন রানাতুঙ্গা। 

রবিবার নিজ কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন রানাতুঙ্গা। সে সময় নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকরা তাকে বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে রানাতুঙ্গার দেহরক্ষী তাদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন নিহত হয়; গুলিবিদ্ধ দু’জনকে হাসপাতালে পাঠানো হয়।

Bootstrap Image Preview