Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালিয়াকৈরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৫:৫১ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৫:৫১ PM

bdmorning Image Preview


এইচ এম সৌরভ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

'সেবাই পুলিশের ধর্ম' এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে পুলিশি কাজে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে গাজীপুরের কালিয়াকৈর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে।

আজ মঙ্গলবার সকালে কালিয়াকৈর থানার আয়োজনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাহ মোহাম্মদ সামসুজ্জোহা, কালিয়াকৈর থানা সার্কেলের সহকারী এসপি মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ সাহাব উদ্দিন আহসান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শামসুন্নাহার পিপিএম সর্বস্তরের মানুষের খোলামেলা আলোচনা ও নানা সমস্যার কথা শুনে তা বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, জনগনের প্রয়োজনে যেটা করা দরকার পুলিশ সেটাই করবে।

এছাড়াও সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। তবে আমাদের কোন পুলিশ সদস্যের কারণে যদি কেও হয়রানী হয়ে থাকেন অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেয় ।

Bootstrap Image Preview