Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাত্র ৯ ওভারে শেষ হলো দ্বিতীয় দিনের খেলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৫:৫১ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


ওয়ানডে সিরিজ জয়ের পর এবার  সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।তাই মূল পর্বের ম্যাচের আগে জিম্বাবুয়ে দলের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ।কিন্তু  

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছিলো। তবে দ্বিতীয় দিন ব্যাট-বলের লড়াই করেছে দু’দল। কিন্তু মাত্র ৯ ওভার। বৃষ্টির কারণে ৯ ওভারের বেশি খেলা হয়নি। দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১২ রান করেছে জিম্বাবুয়ে।

চট্টগ্রমের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বিসিবি একাদশ। ব্যাট হাতে নেমে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান চারি। তাকে শিকার করেন বিসিবি একাদশের পেসার রুবেল হোসেন।

চারিকে হারানোর পর দ্বিতীয় উইকেটে জুটি বাধেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও ক্রিস আরভিন। দিন শেষে দু’জনই অপরাজিত আছেন। মাসাকাদজা ১১ ও আরভিন শূন্য রানে অপরাজিত থেকে কাল মাঠে নামবেন।
আগামী ৩ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ১১ নভেম্বর থেকে ঢাকার মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
 

Bootstrap Image Preview