Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিড়িক পড়েছে উন্নয়নপ্রকল্পের ভিত্তিপ্রস্তর আর উদ্বোধনের

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৩:৩৬ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


দোয়ারে কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। ভোট উৎসবে মেতে উঠার অপেক্ষায় দেশ। এটাকে সামনে রেখে সিলেটের বিশ^নাথে রীতিমত হিড়িক পড়েছে উন্নয়নপ্রকল্পের ভিত্তিপ্রস্তর আর উদ্বোধনের। গত কয়েকদিনে বেশ কয়েকটি উন্নয়নপ্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। ভিত্তিপ্রস্থর আর উদ্বোধনের অপেক্ষমান তালিকায় আছে আরও অনেক প্রকল্প।

সিলেট-২ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এসব প্রকল্পগুলোর উদ্বোধন করছেন। তবে, সরকারি রুটিন ওয়ার্ক হলেও সরকারের শেষ মেয়াদে এসে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন আর উদ্বোধন নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নৈতিকতার দিক থেকেও এটাকে দৃষ্টিকটু মনে করছেন অনেকে।  

জানা গেছে, গত ১১ অক্টোবর বিকেলে প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার অলংকারী ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদ্যুতায়নের উদ্বোধন করেন সিলেট-২ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী।

শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে প্রায় ৭৪ লাখ টাকা ব্যয়ে দেওকলস ইউনিয়নের দক্ষিণ দেওকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শনিবার (২৭ অক্টোবর) দুপুরে প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার সদলপুর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্থর করেন তিনি।

ওইদিন দুপুরেই বিশ^নাথের ১৭টি অসহায়-দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার হতে বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করে বিকেলেই ৩০ লাখ টাকা ব্যয়ে উপজেলার দেওকলস ইউনিয়নের রাজার বাজারে আমিরদি নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করেন সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী।

এছাড়াও, অক্টোবর মাসের বিভিন্ন সময়ে অনেক এলাকায় জাতীয়পার্টির নেতাকর্মীরা সংসদ সদস্যের বরাদ্দকৃত সোলার প্যানেল বিতরণ করেন।

সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরীর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী কয়েকদিনে আরও কয়েকটি উন্নয়নপ্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন ও উদ্বোধন করা হবে।

Bootstrap Image Preview