Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোবিপ্রবি'র ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ছাফওয়ান নাঈম, নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০১:২৭ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০১:২৭ PM

bdmorning Image Preview


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান সাংবাদিকদের উপস্থিতিতে এ ফলাফল প্রকাশ করেন।

এর আগে দুপুর ১১.৩০টায় প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও ফলাফল প্রকাশ কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফারুক হোসেন উপাচার্যের কাছে ফলাফল হস্তান্তর করেন।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে ছয়টি ইউনিটে পরীক্ষার্থীর পাশের হার যথাক্রমে 'এ' ইউনিটে ৮৫ দশমিক ৬০ শতাংশ 'বি' ইউনিটে ৯০ দশমিক ৭১ শতাংশ, 'সি' ইউনিটে ৭৮ দশমিক ৮৪ শতাংশ  'ডি' ইউনিটে ৬৪ দশমিক ২৫ শতাংশ 'ই' ইউনিটে ৬০ দশমিক ৬৫ শতাংশ এবং 'এফ' ইউনিটে ৪২ দশমিক ২৮ শতাংশ। ছয়টি ইউনিটের অধীনে এবার ২৮টি বিভাগে ১ হাজার ৩ শ ২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

'এ' ইউনিটে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১৮৭, 'বি' ইউনিটে ১৮৫, 'সি' ইউনিটে ১৮৩, 'ডি' ইউনিটের বিজ্ঞান শাখায় ১৮৩, ব্যবসায় শাখায় ১৮২ দশমিক ১২ এবং মানবিক শাখায় ১৮০  'ই' ইউনিটে ১৮৭ এবং 'এফ' ইউনিটে ১৮৩ পেয়েছে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয় অফিস ও https://nstu.admission.online/Result/ViewResult ওয়েব সাইটে পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য ড. মোঃ আবুল হোসেন রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক সমিতির নেতা, অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview