Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জিম্মির ২দিন পর রাস্তায় বাস, ২১ দিন পর আবারো ধর্মঘটের হুমকি

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ১২:৪৬ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ১২:৫০ PM

bdmorning Image Preview


দুই দিন ধর্মঘটের কারণে রাজধানীর সব বাসস্ট্যান্ডে অফিসগামীদের প্রচণ্ড ভিড় দেখা গেলেও মঙ্গলবার এই সংখ্যা ছিল অনেক কম। দেশবাসীকে ৪৮ ঘণ্টা জিম্মি করে অবশেষে সড়কে নেমেছে গণপরিবহন। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সব রুটে বাস চলাচল করতে দেখা গেছে।

৮ দফা দাবি আদায়ে শ্রমিকরা গত রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন শুরু করে। এ অবস্থায় সংখ্যায় কম হলেও সোমবার রাত থেকেই রাজধানীতে গণপরিবহন চলা শুরু হয়েছে।

মঙ্গলবার ভোর থেকেই এই সড়কে কমলাপুর-নতুন বাজার রুটের ৬ (সি) নম্বর বাস, সদরঘাট-গাজীপুর রুটের সু-প্রভাত, আকাশ সু-প্রভাত, ভিক্টর পরিবহন, মাওয়া ঘাট থেকে গুলিস্তান-মালিবাগ-আবদুল্লাহপুর রুটের প্রচেষ্টা পরিবহনের বিপুল সংখ্যক বাস চলতে দেখা যায় এই সড়কে। এছাড়া রামপুরা সড়কে রাইদা, তুরাগ, গ্রেট তুরাগ, জে এম সিটিং, নূরে মক্কা ও দেশ বাংলা পরিবহণের বাস চলতে দেখা যায়। ঘনঘন স্টপেজ থাকার কারণে প্রতিদিনের মতো এই সড়কে কিছুটা ধীরগতিতে যানচলাচল করেছে।

রাজধানীর শাহবাগ মোড়ে মিরপুর ১২-সদরঘাট রুটের ১ নম্বর বাস, যাত্রাবাড়ী-পল্লবী রুটের ১/ই নম্বর বাস, ফুলবাড়িয়া-আবদুল্লাহপুর রুটের ৩ নম্বর বাসসহ এই রুটের প্রায় সব বাসই চলতে দেখা যায়। প্রতিদিনের মতো শাহবাগ চত্বরে যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

সোমবার রাত থেকেই গাড়ি চালানো শুরু করে অনেকে। যাত্রীদের কষ্ট দিয়ে অবশেষে সড়কে বাস নামালো নেতারা। তবে অনেকে পরিবহন নেতা মনে করেন, বাস না থাকলে যাত্রীদের যেমন কষ্ট হয়, তেমনি আমাদেরও কষ্ট হয়। আমরা দিন আনি দিন খাই। বাস না চললে আমাদের কোনো রোজগার হয় না। কিন্তু শ্রমিক হিসেবে আমাদেরকে সংগঠনের সিদ্ধান্ত মেনেই কাজ করতে হয়। অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও সড়কে বাস নামাতে পারেনি। আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবেন।

মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, এই দাবিগুলো শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-কর্মসূচি চলবে। তবে দুই দিনের ধর্মঘটের পর আমাদের দাবি মেনে নিতে সরকারকে আমরা ২১ দিন সময় দিয়েছি। এর মধ্যে কোনো অগ্রগতি না হলে আবারও ধর্মঘটে যাবে ফেডারেশন।

Bootstrap Image Preview