Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২ নভেম্বর ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ১২:১০ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ১২:১০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


তপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরে আসছেন ২ নভেম্বর। এদিন ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ থেকে বেলা সাড়ে ৩টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপনসহ আওয়ামী লীগের জনসভায় যোগদান করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত সফরসূচিতে বিষয়টি জানা গেছে।

২০১৬ সালের ১৩ অক্টোবর দেশের ৮ম বিভাগ হিসেবে ময়মনসিংহকে উন্নীত করার পর থেকেই ময়মনসিংহবাসী মনে-প্রাণে অপেক্ষায় ছিল প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে।

এরপর সম্প্রতি ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করে গেজেট প্রকাশ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার আনন্দে উদ্বেলিত নগরবাসী। যদিও চলতি বছরের ৫ এপ্রিল, ১২ এপ্রিল ও ১১ অক্টোবর প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরসূচির কথা থাকলেও পরবর্তী সময়ে তা স্থগিত করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদের ওপারে নতুন বিভাগীয় শহর গড়ে তোলার ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও বিভাগীয় কমিশনার কার্যালয়, রেঞ্জ ডিআইজির কার্যালয়, বিভাগীয় সার্কিট হাউস, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশের বৃহৎ ও আন্তর্জাতিকমানের বঙ্গবন্ধু নভো থিয়েটার, ব্রহ্মপুত্র নদের ওপারে নতুন শহররক্ষা বাঁধ, বিভাগীয় স্টেডিয়াম, শহরের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণসহ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা ও বিভাগীয় পর্যায়ের শতাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

 

Bootstrap Image Preview