Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে সর্বোচ্চ দামে বিক্রিত বিদেশি ক্রিকেটারদের তালিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ১১:৫১ AM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ১১:৫১ AM

bdmorning Image Preview


গতকাল রোববার (২৮ অক্টোবর) ড্রাফটের  মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের জন্য দল সাজিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। তবে ষষ্ঠ আসরে দল গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর সবচেয়ে কম অর্থ খরচ করেছে ঢাকা।

কুমিল্লা দল গঠনে অর্থের বড় একটি অংশ খরচ করেছে বিদেশি ক্রিকেটারদের পেছনে। এমনকি ষষ্ঠ আসরে সর্বোচ্চ দামে বিক্রিত তিন বিদেশি ক্রিকেটারই রয়েছে তাদের দলে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ লাখ মার্কিন ডলারে আফ্রিদি ও লুইসকে দলে ভিড়িয়েছে। এছাড়াও পেরেরাকেও তারা ১ লাখ ৫০ হাজার ডলারে দলে নিয়েছে।

এক নজর বিপিএলে সর্বোচ্চ দামে কেনা বিদেশি ক্রিকেটারদের তালিকা:

শহিদ আফ্রিদি- ২ লাখ ইউএস ডলার বা ১ কোটি ৭০ লাখ টাকা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

এভিন লুইস- ২ লাখ ইউএস ডলার বা ১ কোটি ৭০ লাখ টাকা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

থিসারা পেরেরা- ১ লাখ ৫০ হাজার ইউএস ডলার বা ১ কোটি ২৫ লাখ টাকা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

লাসিথ মালিঙ্গা- ১ লাখ ৫০ হাজার ইউএস ডলার বা ১ কোটি ২৫ লাখ টাকা (খুলনা টাইটান্স)

রবি বোপারা-  ১ লাখ ইউএস ডলার বা ৮৪ লাখ টাকা (রংপুর রাইডার্স)

রাইলি রুশো-  ১ লাখ ইউএস ডলার বা ৮৪ লাখ টাকা (রংপুর রাইডার্স)

ইয়াসির শাহ- ৭৫ হাজার ইউএস ডলার বা ৭৩ লাখ টাকা(খুলনা টাইটান্স)

মোহাম্মদ ইরফান- ৭৫ হাজার ইউএস ডলার বা ৭৩ লাখ টাকা (সিলেট সিক্সার্স)

বেনি হাওয়েল- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (রংপুর রাইডার্স)

ইয়ান বেল- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (ঢাকা ডায়নামাইটস)

ক্যামরন ডেলপোর্ট - ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (চিটাগং ভাইকিংস)

দাসুন শানাকা- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (চিটাগং ভাইকিংস)

জহির খান- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (খুলনা টাইটান্স)

ব্রেন্ডন টেইলর- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (খুলনা টাইটান্স)

রায়ান টেন ডেসকাট - ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (রাজশাহী কিংস)

সিকুগে প্রসন্ন-  ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (রাজশাহী কিংস)

গুলাবউদ্দীন নাইব- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (সিলেট সিক্সার্স)

আন্দ্রে ফ্লেচার- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (সিলেট সিক্সার্স)

নিকোলাস পুরান- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (সিলেট সিক্সার্স)

আমির ইয়ামিন- ৩০ হাজার ইউএস ডলার বা ২৫ লাখ টাকা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

অ্যান্ড্রু বির্চ - ৩০ হাজার ইউএস ডলার বা ২৫ লাখ টাকা (ঢাকা ডায়নামাইটস)

শেরফান রাদারফোর্ড-  ৩০ হাজার ইউএস ডলার বা ২৫ লাখ টাকা (খুলনা টাইটান্স)

মোহাম্মদ সামি- ৩০ হাজার ইউএস ডলার বা ২৫ লাখ টাকা (রাজশাহী কিংস)

ইসুরু উদানা- ৩০ হাজার ইউএস ডলার বা ২৫ লাখ টাকা (রাজশাহী কিংস)

লরি ইভান্স- ৩০ হাজার ইউএস ডলার বা ২৫ লাখ টাকা (রাজশাহী কিংস)

ফাবিয়ান অ্যালেন- ৩০ হাজার ইউএস ডলার বা ২৫ লাখ টাকা (সিলেট সিক্সার্স)

প্যাট ব্রাউন- ২০ হাজার ইউএস ডলার বা ১৭ লাখ টাকা (সিলেট সিক্সার্স)
 

 

Bootstrap Image Preview