Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাজা বৃদ্ধিতে নির্বাচনে অংশ নিতে পারবেন না বেগম জিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ১১:১৬ AM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ১১:২৬ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে হাই কোর্ট।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ আপিল শুনানি শেষে এই রায় দেন। এই রায়ের মধ্য দিয়ে বেগম জিয়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি।

সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী, ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ন্যূনতম দুই বছর দণ্ডিত হলে সংসদ সদস্য হওয়ার ও থাকবার যোগ্যতা হারান যে কেউ। মুক্তিলাভের ৫ বছর পার না হওয়া পর্যন্ত ভোটে অংশ নেয়া যায় না। এই আইন অনুযায়ী খালেদা জিয়া নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা হারিয়েছেন।

দুদকের আইনজীবি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পরবর্তিতে আসামী পক্ষের উকিলরা আপিলের করতে পারবেন। তাই বেগম জিয়ার নির্বাচনে অংশ গ্রহণ এখনো যদি কিন্তুুর মধ্যে থেকে গেলো।

এর আগে সোমবার বিকেলে দুদক ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। পরে মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি এ মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

Bootstrap Image Preview