Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুবি’র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৯:১৯ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৯:১৯ PM

bdmorning Image Preview


সাইফুল ইসলাম পলাশ, কুবি প্রতিনিধি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সদ্য পাশকৃত ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে সোমবার সকাল ১১ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল চৌধুরী সঞ্চালনায় শিক্ষকদের সঙ্গে এবং দুপুর আড়াইটায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মোঃ আবু তাহের প্রকল্পটি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূরীকরণে সকলকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ‘শুরুতে বর্তমান ক্যাম্পাসের লাগোয়া জায়গাতেই ভূমি অধিগ্রহনের জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান ক্যাম্পাস লাগোয়া জায়গা থেকে ২০০ একর ভূমি অধিগ্রহন করতে ১৫০০ কোটি টাকা ব্যয় হতো। কিন্তু বর্তমান ক্যাম্পাস থেকে ১.২ কিলোমিটার দূরে মাত্র ৫০৯ কোটি টাকায় ২০০ একর ভূমি অধিগ্রহণ করা হবে। তাছাড়া বর্তমানে যে ৫০ একর ভূমি রয়েছে, সেটিকে কেন্দ্র করে ভূমি অধিগ্রহন করে নতুন করে একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন করা সম্ভব নয়। তাছাড়া অনেক ক্ষেত্রেই ভূমি অধিগ্রহন এলাকায় বসতি থাকলে সে জায়গার অধিগ্রহণ নিয়ে জটিলতায় পড়তে হয়, অনেক ক্ষেত্রে অধিগ্রহন করা যায় না।

তাই জটিলতা এড়াতে এবং একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ১.২ কিলোমিটার দূরত্বে ভূমি অধিগ্রহন করতে হয়েছে।

তিনি আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় লোকজনও ক্ষতিগ্রস্ত হবে না। বরং এ এলাকায় উন্নয়নের পরিমাণ বাড়বে। ফলে তারা আরও লাভবান হবে। তিনি সবাইকে বিভ্রান্তি পরিহার করে প্রকল্পটির বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘পাশকৃত প্রকল্পলটি বাস্তবায়িত হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল সংকট দূরীভূত হবে এবং সকল ধরনের প্রয়োজন মেটানো সম্ভব হবে। প্রকল্প নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হতে পারে। তবে আমরা সতর্ক আছি। ষড়যন্ত্রকারীরা সংখ্যায় অল্প। আমরাও প্রকল্পটির বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে ঐক্যবদ্ধ আছি।

তিনি আরো বলেন, প্রকল্পটি নিয়ে বিন্দু পরিমাণ অন্যায্য কিছু হয়নি। এ প্রকল্পের বাস্তবায়ন যুদ্ধের মতো। এ যুদ্ধে হেরে গেলে চলবে না, ব্যর্থ হলে আর কোনদিন সফল হওয়া যাবে না। প্রকল্পের বাস্তবায়নের জন্য ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীদারদের সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলেই প্রকল্পটি বাস্তবায়ন করব’

তিনি আরও বলেন, বর্তমান ক্যাম্পাসে রাস্তাঘাটের উন্নয়ন, ফটক তৈরি, দশটি নতুন বাস বরাদ্দের ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর, ২০১৮ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ১৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

Bootstrap Image Preview