Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪০তম বিসিএসের আগেই চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৭:৩৯ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


৪০তম বিসিএসের আবেদন-প্রক্রিয়া শেষ হওয়ার আগেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে বিকেল তিনটায় ওই সংবাদ সম্মেলন হয়। এতে গতকাল রবিবার শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশি বাধার প্রতিবাদ জানানো হয়।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শনিবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। রবিবার বেলা ১১টার দিকে পুলিশ তাদের সেখান থেকে উঠিয়ে দেয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের এই আচরণকে দেখছেন, তাঁদের ওপর হামলা ও হয়রানি হিসেবে। ওই দিন পাঁচ যুগ্ম আহ্বায়ককে পুলিশ আটক করেছিল বলে জানিয়েছে সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রিপা ইসলাম৷ লিখিত বক্তব্যে সাধারণ ছাত্র পরিষদের ধারাবাহিক কর্মসূচি ও পুলিশি বাধার বিষয়টি তুলে ধরা হয়৷

রিপা ইসলাম বলেন, আমাদের আন্দোলনটি ২০১২ সাল থেকে চলছে। গত ২৭ জুন, ১০ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ করেছে।

তিনি বলেন, একাধিকবার বিভিন্ন মহল থেকে বয়স বাড়ানোর কথা বলা হলেও তা এখনো বাস্তবতার মুখ দেখেনি। গত ছয় বছরে বয়সসীমা বাড়েনি, তবু অনেকেই বলছেন নির্বাচনের পর বয়সসীমা বাড়বে এই ধরনের আশ্বাসে আন্দোলনকারীরা বিশ্বাস রাখতে পারছেন না৷

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে৷ শিগগিরই পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে৷

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ঘোষণা অনুযায়ী ১৫ নভেম্বর পর্যন্ত ৪০ তম বিসিএসের আবেদন প্রক্রিয়া চলবে। গত ৩০ সেপ্টেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।

Bootstrap Image Preview