Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাড়ি থেকে নামিয়ে কান ধরতে বাধ্য করা হচ্ছে চালকদের!

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:০২ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:০২ PM

bdmorning Image Preview


রাস্তায় অ্যাম্বুলেন্স ও পার্সেলের গাড়ি আটকিয়ে দেওয়া, চালকদের গাড়ি থামিয়ে মারধর করা ও মুখে পোড়া মবিল মাখানোর পর এবার কৌশল পরিবর্তন করেছে আন্দোলনকারিরা। তারা গাড়ি থেকে জোর করে চালকদের নামিয়ে কান ধরে উঠবস করাচ্ছেন। সোমবার ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজধানীর যাত্রাবাড়ী ও শনিরআখড়ায় চালকদের কান ধরে উঠবস করাতে বাধ্য করা হচ্ছে।

আট দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা শ্রমিক ৪৮ ঘণ্টা ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে আজ।

চালকসহ যাত্রীদের মুখে পোড়া মবিল লাগান আন্দোলনের প্রথম দিনে। এই মবিল থেকে রেহাই পায়নি স্কুলছাত্রীরাও। সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয় শিক্ষককেও ছাড় দেননি তারা।

পরিবহন শ্রমিকরা এবার আরও জঘন্য পথ বেছে নিয়েছেন। ধর্মঘটে গাড়ি বের করার কারণে তারা ব্যক্তিগত যানবাহনের চালকদের কান ধরে উঠবস করাচ্ছেন।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানান, আমরা পুলিশ কমিশনারকে বলে দিয়েছি- এমন আপত্তিকর ঘটনা যারা ঘটাচ্ছেন, পুলিশ যেন তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেয়।

Bootstrap Image Preview