Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অ্যাম্বুলেন্সের পর এবার সিলেটে পার্সেলের গাড়িও আটকে দিলেন শ্রমিকরা!

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০২:১৮ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০২:৪৪ PM

bdmorning Image Preview


পরিবহন শ্রমিকদের কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনে আ্যাম্বুলেন্সের পাশাপাশি এবার এসএ পরিবহনের গাড়িও আটকে দিলো আন্দোলনকারীরা। ঘটনাটি সিলেটে। কর্মবিরতি থাকা সত্ত্বেও গাড়ি চালানোয় তারা পার্সেলের গাড়ি দু’টির চালককে ‘রাজাকার’ অভিহিত করে শ্লোগান দিতে থাকেন।

সোমবার, ২৯ অক্টোবর দুপুর ১২টার দিকে নগরীর হুমায়ন রশিদ চত্বর, শাহজালাল ব্রিজ, উপশহর পয়েন্ট, জকিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ, তামাবিল সড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে পরিবহন শ্রমিকরা বাধা সৃষ্টি করে।  নগরীর উপশহর পয়েন্টে গাড়ি আটকে একইভাবে বিক্ষোভ করতে দেখা গেছে শ্রমিকদের।

কর্মবিরতিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, যেসব শ্রমিক কর্মসূচি না মেনে গাড়ি চালাবেন, তাদেরকে ‘রাজাকার’ হিসেবেই অভিহিত করা হবে। এছাড়া তাদের ন্যায্য দাবি আদায়ে শ্রমিকরা রাস্তায় রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আজো বন্ধ রাখা হয়েছে সব ধরনের বাস সার্ভিস। ফাঁকা সড়কে দু’চারটি রিকশা ছাড়া কোনো যানবাহন চলছে না। এছাড়া নগরীতে দু’একটি হালকা যানবাহন চলাচল করতে দেখা গেলেও রোববারের তুলনায় রিকশা চলাচল বেড়েছে।

সিলেট সড়ক পরিবহন শ্রমিক পরিবহন নেতা খালেদ আহমদ বলেন, ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করবো।

সিলেটের জেলা প্রশাসক কাজি এমদাদুল হক বলেন, পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে কেন্দ্রীয়ভাবে আলোচনা চলছে। তিনি বলেন, কর্মবিরতি চলাকালে সিলেটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর শ্রমিকদের হাতে যাত্রীদের কেউ যেন লাঞ্ছিত না হন, সেজন্য প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, শ্রমিকরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায়, জরুরি প্রয়াজনে চলা যানবাহন চলতে দেওয়ার জন্য শ্রমিক নেতাদের বলে দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview