Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীদের গায়ে কালি, প্রতিবাদে রাস্তায় কলেজ শিক্ষার্থীরা

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০২:০৬ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০২:০৬ PM

bdmorning Image Preview


পরিবহন শ্রমিকদের কর্মবিরতির প্রথম দিন নারায়াণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বহন করা বাসে ভাঙচুর চালিয়ে চালক ও ছাত্রীদের গায়ে কালি দেওয়া হয়। এ ঘটনার পর দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে। নারায়াণগঞ্জে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের গায়ে শ্রমিকদের কালি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ মিছিল করে তিনটি কলেজের শিক্ষার্থীরা।

প্রতিবাদ জানায় সরকারি তোলারাম কলেজ, নারায়াণগঞ্জ কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে দ্রুত দোষী শ্রমিকদের আটক ও তাদের শাস্তির দাবি জানানো হয়।

শিক্ষার্থী ছাড়াও এদিন দেশের বিভিন্ন স্থানে চালকদের গায়ে পোড়া মবিল লেপন করেন বেপরোয়া পরিবহন শ্রমিকরা। মানবন্ধন থেকে এ ঘটনারও প্রতিবাদ জানানো হয়।

Bootstrap Image Preview