Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যৌন হেনস্থা নিয়ে সাইফের কঠোর হুঁশিয়ারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০১:৫৮ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০১:৫৮ PM

bdmorning Image Preview


বলিউড চলছে ‘হ্যাশ টাগ মি টু’ ঝড়। প্রায় প্রতিদিনই বিনোদন জগতের কেউ না কেউ তাঁদের জীবনে ঘটে যাওয়া যৌন হেনস্তার গল্প বলছেন। বলিউডের ছোট নবাব নামে পরিচিত সাইফ আলি খান এ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার মেয়ে সারার সাথে কেউ এমন কিছু করলে তিনি তাকে ঘুষি মারবেন।

দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাইফ আলি খান বলেন, ‘সমাজ ভীষণ অসামঞ্জস্যপূর্ণ। আমি মনে করি না, কেউ আমার পরিবারের লোকদের সঙ্গে খারাপ আচরণ করবে। আমার মা, বোন বা স্ত্রীর সঙ্গে কেউ এমন করার সাহস পাবে না বলেই মনে করি।’

তিনি আরো বলেন, 'সব নারীর জন্যই কাজের জায়গা নিরাপদ করতে হবে। মি টু ঝড় স্বাস্থ্যকর কর্মপরিবেশের ধারণা নিয়ে আসে। আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যেখানে নারীরা অবিলম্বে অভিযোগ জানাতে যথেষ্ট নিরাপদ বোধ করবে এবং বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করা হবে। আশা করি, মি টু আন্দোলন ফুরিয়ে যাবে না এবং এটি প্রত্যেকের জন্য স্বস্তিকর কাজের পরিবেশ তৈরি করবে।’

কিছুদিন আগে বেশ কয়েকজন নারী পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন। এজন্য ‘হাউসফুল ৪’ থেকে নিজেকে গুটিয়েও নেন সাইফ। ২০১৪ সালে ‘হামসকলস’ ছবিতে সাজিদের সঙ্গে কাজ করেছিলেন সাইফ আলি খান। অভিনেত্রী বিপাসা বসুও সাজিদের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, ‘সাজিদ প্রকাশ্যে নোংরা কৌতুক বলতেন এবং সব মেয়ের সঙ্গেই খুব অভদ্র আচরণ করতেন।’

‘হামসকলস’ এর দিনগুলোর কথা স্মরণ করে সাইফ বলেন, ‘আমার সত্যিই মনে পড়ে না এমন কোনো ঘটনা ঘটেছিল কি না। আমার সামনে এমন হলে আমি একেবারেই এই পরিবেশে কাজ করতে পারতাম না।’

গত মাসে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন সাবেক বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। তাঁর অভিযোগ, এক দশক আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালে নানা তাঁকে হেনস্তা করেছিলেন। এর পরই শুরু হয় মি টু আন্দোলন। অলোক নাথ, সুভাষ ঘাই, বিকাশ বেহল ও অন্যান্য বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বের নাম উঠে আসে হেনস্তাকারীর তালিকায়।

Bootstrap Image Preview