Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে গিরিখাতে ভ্যান পড়ে নিহত ১৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ১২:৫৬ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০২:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় যাত্রীবাহী একটি ভ্যান গিরিখাতে পড়ে নিহত হয়েছে ১৭ জন। এছাড়া ওই দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন। গতকাল রবিবার (২৮ অক্টোবর) রাতে পাঞ্জাবের রাওয়ালপিন্ডি শহর যাওয়ার পথে ভ্যানটি দুর্ঘটনার ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ১৮ জন যাত্রী নিয়ে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে কোহিস্তান জেলার গিলগিত-বালতিস্তান এলাকার পাহাড়ি সড়ক থেকে গিরিখাতে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কারাকোরাম মহসড়ক দিয়ে যাওয়ার পথে মোড় নেয়ার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি প্রায় ১০০ ফুট গভীর একটি গিরিখাতে পড়ে যায়।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, দুর্ঘটনার পর কয়েকটি উদ্ধারকারী দল বেশ কয়েক ঘণ্টার অভিযানের পর মরদেহগুলো সেখান থেকে তুলে আনে। ভ্যানটির ১৮ জন যাত্রীর ১৭ জন ঘটনাস্থলে নিহত হলেও আশ্চর্যজনকভাবে বেঁচে যান এক নারী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Bootstrap Image Preview