Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেস্ট সিরিজের আগে ধাক্কা খেলো জিম্বাবুয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ১২:০৭ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ১২:১৪ PM

bdmorning Image Preview


আজ থেকে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধূরি স্টেডিয়ামে তিন দিনে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বিসিসি একাদশ। কিন্তু বৃষ্টির কারণে এখনো খেলা মাঠে গড়ায়নি। এদিকে জিম্বাবুয়ের ঘোষিত টেস্ট দল থেকে ছিটকে গেছেন বা-হাতি স্পিনার রিচার্ড এনগারাভা। 

৩ নভেম্বর থেকে সিলেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ২ ম্যাচ টেস্টে সিরিজের প্রথমটি। এই সিরিজকে সামনে রেখে এর মধ্যেই দুটি দলই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তবে সিরিজ শুরু হওয়ার আগেই হোঁচট খেলো জিম্বাবুয়ে দল। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে কুচকির চোটে পড়েন এনগারাভা। তাকে রেখেই টেস্ট দল ঘোষণা করেছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। কিন্তু চোট নিয়েই দেশে ফিরতে হচ্ছে তাকে। একই সাথে তার টেস্টে অভিষেকটাও পিছিয়ে গেলো।

এদিকে এনগারাভা জায়গায় জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন ৩২ বছর বয়সী এমপোফু। লম্বা সময় পর তিনি আবার জাতীয় দলে ফিরলেন। জিম্বাবুয়ের হয়ে ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষেই টেস্ট অভিষেক তার। এখন পর্যন্ত ৮০ ওয়ানডে ও ২৪টি টি-টুয়েন্টির পাশাপাশি ১৫টি টেস্ট খেলেছেন তিনি।

জিম্বাবুয়ে দল:

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেজিস চাকাভা, ডোনাল্ড টিরিপানো, কাইল জারভিস, ব্র্যান্ডন মাভুতা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, টেনডাই চাতারা, ক্রিস এমপোফু

Bootstrap Image Preview