Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিবহন ধর্মঘটে অচল গোলাপগঞ্জ, দুর্ভোগে জনসাধারণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৯:৫১ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৯:৫১ PM

bdmorning Image Preview
প্রতীকী


গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটের ফলে সারা দেশের মতো সিলেটের গোলাপগঞ্জেও প্রভাব পড়েছে। সকাল থেকেই পরিবহন শ্রমিকরা গোলাপগঞ্জ চৌমুহনীজুড়ে অবস্থান করছেন। যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।

সংসদে পাস হওয়া 'সড়ক পরিবহন আইন ২০১৮' এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রবিবার (২৮ অক্টোবর) সকাল ছয়টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

এতে করে গোলাপগঞ্জে ২ হাজার চালক শ্রমিকের মধ্যে দ্বিধার সৃষ্টি হয়েছে। অনেকেই এটা মানতে অনিহা প্রকাশ করছেন।

এ দিকে গোলাপগঞ্জ অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (২০৯৭) শ্রমিক নেতৃবৃন্দ মাইকিং করে পপ্রচারণা চালিয়ে যাচ্ছে 'রাস্তায় গাড়ি বের করলে ৩ হাজার টাকা জরিমানা, ৩ মাসের জন্য লাইন আউট।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিএনজি অটোরিকশা চালক বলেন, শ্রমিক নেতৃবৃন্দের এমন ভয়ানক মাইকিং প্রচারণা মানুষের মনে ভয়ের সৃষ্টি করছে। এ নিয়ে নানাভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সকাল থেকে রাস্তায় যাববাহন চলাচল না করায় চাকরিজীবী, অফিস, আদালতে যাতায়াতরত মানুষসহ মারাত্নক দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী।

অন্যদিকে, দাবি আদায় না হলে ৩০ তারিখ থেকে লাগাতার ধর্মঘটের হুয়িয়ারী দেন শ্রমিকরা।

Bootstrap Image Preview