Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ার থেকেও তিনগুণ বেশি বিপজ্জনক পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৫:০২ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৫:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়েও পাকিস্তানে তিনগুণ বেশি সন্ত্রাসবাদ। শনিবার অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক ফোরসাইট গ্র“প প্রকাশিত একটি রিপোর্ট ‘হিউম্যানিটি অ্যাট রিস্ক, গ্লোবাল টেরর থ্রেট ইন্ডিকেন্ট’-এর সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

সারা বিশ্বে মানবতার ওপর সন্ত্রাসের হামলার পেছনে কোনো কোনো ‘ফ্যাক্টর’ কাজ করে, তাই বোঝার চেষ্টা করা হয়েছে রিপোর্টটিতে।

আফগান তালেবান এবং লস্কর-ই-তৈইয়েবা, এই দুটি গোষ্ঠী সারা পৃথিবীর কাছে সব থেকে বিপজ্জনক। আর সব থেকে বেশি সন্ত্রাসের ঘাঁটি আছে পাকিস্তানেই।

সেই কারণে সন্ত্রাসের মদদদাতা দেশগুলোর তালিকায় সব থেকে ওপরে আছে পাকিস্তান। এমনটাই বলা হয়েছে এই সদ্য প্রকাশিত রিপোর্টে।

পরবর্তী এক দশকে পৃথিবীর সামনে কতটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে সন্ত্রাসবাদীরা এবং তার মোকাবেলা কিভাবে করা সম্ভব, সেই পরামর্শও দেয়া হয়েছে ৮০ পাতার এই রিপোর্টে।

বলা হয়েছে, ‘সমাজের সর্বক্ষেত্রে চরমপন্থীদের উত্থান, গণবিধ্বংসী অস্ত্রের যথেচ্ছ ব্যবহার, বেহাল আর্থিক পরিস্থিতি মানবজাতির অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে ২০৩০ সালের মধ্যেই।

Bootstrap Image Preview