Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পার্বত্য চট্টগ্রামকে জাতীয় সংসদ নির্বাচনে আলাদা ভাবে গুরুত্ব দেয়া হবেঃ হেলালুদ্দীন আহমেদ

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৪:০৩ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৪:০৩ PM

bdmorning Image Preview


নির্বাচন কমিশন সচিব মোঃ হেলালুদ্দীন আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রামকে জাতীয় সংসদ নির্বাচনে আলাদা ভাবে গুরুত্ব দেয়া হবে এবং সাঁজাপ্রাপ্ত কোন ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রবিবার দুপুরে বান্দরবানের লামা উপজেলায় স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান, আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এ এইচ এম ফখরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামান, ফাতেমা পারুল, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-জান্নাত রুমি, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসমাইল, লামা সার্কেল এএসপি আব্দুস সালাম, লামা থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয়দের মাঝে স্মাট কার্ড (জাতীয় পরিচয়পত্র) তুলে দিয়ে স্মাট কার্ড বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এদিকে নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লামা পৌরসভার ৯টি ওয়ার্ডে এবং লামা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটারদের মধ্যে প্রথম পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ করা হবে। আগামী এক সপ্তাহ এ বিতরণ প্রক্রিয়া চলবে। 

Bootstrap Image Preview