Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে ১১ ইহুদিকে হত্যা করলেন বন্দুকধারী রবার্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০২:৩০ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০২:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গে ইহুদিদের একটি ধর্মশালায় বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে পিটার্সবার্গের স্কোয়ারেল হিল অঞ্চলে ‘ট্রি অব লাইফ’ সিনাগগের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার ওই গির্জায় প্রার্থনায় ব্যস্ত ছিলেন ইহুদি সম্প্রদায়ের মানুষ। সেই সময় রবার্ট বাওয়ার্স (৪৬) নামে এক বন্দুকধারী সেমিঅটোমেটিক রাইফেল এবং হ্যান্ডগান নিয়ে গির্জায় ঢুকে পড়েন। গির্জায় প্রার্থনারত মানুষের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালি দিতে থাকেন। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন রবার্ট।

গুলির আওয়াজে চারদিকে তখন দৌড়াদোড়ি শুরু হয়ে যায়। তারই মাঝে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও কয়েকজন।

খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে গোটা গির্জা ঘিরে ফেলে। রবার্টের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। সংঘর্ষে চার পুলিশকর্মী আহত হন। গুলিবিদ্ধ হন রবার্টও। আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি করার আগে রবার্ট চিৎকার করে বলতে থাকেন, এ মানুষগুলোর জন্যই আমাদের দেশের অবস্থা খারাপ হচ্ছে। এদের বেঁচে থাকার অধিকার নেই।

পুলিশ জানায়, কয়েক দিন ধরেই একটি ওয়েবসাইটে ইহুদিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করছিলেন রবার্ট। হামলার আগেও তিনি লেখেন- আমাদের লোকজনকে হত্যা করা হচ্ছে, বসে থেকে এটি আমার পক্ষে দেখা সম্ভব নয়। আমি আসছি। তার পরই গির্জায় ঢুকে হামলা চালান রবার্ট।

Bootstrap Image Preview