Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১২:৫৭ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১২:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


২০১৯ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তবে ভারতের সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউস থেকে এ বিষয়ে ভারতকে চিঠি দিয়ে একথা জানিয়ে দেয়া হয়েছে। 

আমন্ত্রণ রক্ষা না করতে পারার জন্য ওই চিঠিতে দুঃখপ্রকাশ করেছেন ট্রাম্প। জাতীয় কারণে এবং সেসময় ব্যস্ত রুটিনের কারণে তিনি ভারতে আসতে পারছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশেষত, ওই সময় স্টেট অফ দ্য ইউনিয়ন (এসওটিইউ) ভাষণ দেবেন ট্রাম্প।

২০১৫ সালে এই একই পরিস্থিতির মধ্যে থাকলেও প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারত সফরে এসেছিলেন বারাক ওবামা। তবে ট্রাম্প ওবামার সেই পথে পাঁঁ রাখেননি।

২৬ জানুয়ারির অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভারতের তরফে ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এর সত্যতা নিশ্চিত করেছিলো মার্কিন প্রশাসন। এছাড়া সেপ্টেম্বরের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছিল হোয়াইট হাউস।

রাশিয়া থেকে অস্ত্র কেনা এবং ইরান থেকে তেল আমদানির মতো একাধিক ইস্যুতে সম্প্রতি ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। ট্রাম্পের দিল্লির আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার ঘটনা এতে নয়া মাত্রা যুক্ত করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Bootstrap Image Preview