Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হৃদয় নদীর জল আজ শুকিয়ে যাচ্ছে !

গোলাম মোস্তফাঃ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১১:৪৭ AM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১১:৫৪ AM

bdmorning Image Preview


হৃদয় নদীর জল আজ শুকিয়ে যাচ্ছে !

মো:গোলাম মোস্তফা (দুঃখু) 

 

প্রতিদিন পথ চেয়ে বসে থাকা ,

কোন এক বেলায় !

তোমার আসার পায়ের শব্দ শুনতে পাওয়া ।

 

আমার কথা  তোমার মনে আছে !

কি ব্যাথা দিয়ে গেলে ,

সেই সুখে  আজও পথ চেয়ে থাকি ।

 

হৃদয় নদীর জল আজ শুকিয়ে যাচ্ছে !

ভাবনার জলে হারিয়েছে তার প্রাণ ।

 

সকালের সুর হারিয়েছে তার অস্তিত্ব ,

পাখি গুলো কবিতা  ‍শুনে ভয় পায় !

জীবন বাস্তবতা যে বড় কঠিন ।

 

যে হাতে হাত রেখে পথ চলার কথায় হয় ।

সে হাতেই লেখায় ভালো থেকো !

 

একটি আওয়াজের ভিতরে হারিয়ে যায়

পথ চলার বাস্তময় গল্প  ।

 

কোটি মানুষের ভিড়ে তোমাকে পেলাম ,

কোন স্বপ্ন ছিলো না !

মাটির দেহের ভাবনার আকাশে ।

 

তোমার পথ দেখানোর ঠিকানায় ,

গল্প লেখার পৃষ্ঠা শুরু হলো ।

 

শেষ হবে গল্প লেখা,চরিত্র পাবে অভিনেতা  !

হৃদয় হারাবে গল্পের গহৃনের আয়নাতে দেখা মুখ ।

Bootstrap Image Preview