Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবিতে উত্তরবঙ্গ কর্মজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৯:০৫ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৯:০৫ PM

bdmorning Image Preview


জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উত্তরবঙ্গ কর্মজীবী সমিতির এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে প্রায় শতাধিক সদস্যদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

সভায় নবীন সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়, বার্ষিক কাজের হিসেব উপস্থাপন করা হয় এবং বনভোজন নিয়ে আলোচনা করা হয়।

‘জাগে বাহে, কোন্ঠে সবাই’ স্লোগানকে ধারণ করে সংগঠনটি যাত্রা করে ২০০১ সালে। এটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীদের নানাবিধ সুযোগ-সুবিধা ও দাবি আদায়ের প্লাটফরম হিসেবে কাজ করে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম ও সভাপতিত্ব করেন সভাপতি আবুল ফজল। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী গোলাম মোস্তফা, সাবেক সভাপতি নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ খন্দকার আব্দুল মতিন, কার্যকরি সদস্য সেলিম মিয়া, নুরুল ইসলাম ফয়সাল আহমেদ।

Bootstrap Image Preview