Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'ইভিএম ব্যবহারে নির্বাচন সুষ্ঠু হবে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৭:২৪ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৭:২৪ PM

bdmorning Image Preview


কুমিল্লা প্রতিনিধিঃ

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব খোন্দকার মিজানুর রহমান বলেছেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট প্রদর্শনীর মাধ্যমে ভোটারদের ভুল ধারণাগুলো দূর করবে। দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার লক্ষে ইভিএম ব্যবহারের বিকল্প নেই।

শনিবার (২৭ অক্টোবর) কুমিল্লার টাউন হল অডিটরিয়ামে এক মতবিনিময় সভার তিনি এসব কথা বলেন।

পরে দুপুরের দিকে একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ পদ্ধতি বিষয়ক প্রদর্শনী হয়। কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে বেলুন ও পায়রা উড়িয়ে নগরীর টাউন হল মাঠে এ প্রদর্শনী উদ্বোধন করা হয়।

সভায় তিনি বলেন, ইভিএমের মাধ্যমে ভোট দেওয়া যেমন সহজ ও সঠিক। সেই সাথে ভোট নেয়াও তেমন সহজ। তবে, কোন দুষ্ট লোক মেশিনটি চুরি করে নিয়ে গেলেও ভোট দিতে বা নষ্টা করতে পারবে না।

তিনি আরও বলেন, ইভিএমে জাল ভোট দেওয়া যেমন সম্ভব নয়, তেমনি নির্দিষ্ট সময়ের পূর্বে ভোট দেয়াও সম্ভব নয়। আশা করি এই ইভিএম ব্যবহারের মাধ্যমে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হবে।

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখীলীর এই ৬টি জেলাকে নিয়ে দিনব্যাপি এই প্রদর্শনীর শুরু হয়। ইভিএমে ভোট প্রদর্শনী চলবে রাত ৯টা পর্যন্ত।

ইভিএমে ভোট প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামা, স্থানীয় সরকার উপ-পরিচালক আজিজুর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক মো. শাহেদুন্নবী চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। এ ছাড়া ইভিএম সম্পর্কিত বিশেষ উপস্থাপনা করেন, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন ও কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট প্রদান প্রদর্শনী প্রদর্শন করেন।

Bootstrap Image Preview