Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মার্কিন নির্বাচনে প্রার্থী দেড় হাজার শিক্ষক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৬:৫০ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৬:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রথম রেকর্ড সংখ্যক শিক্ষক দেশটির জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রার্থী হয়েছেন সাবেক ও বর্তমানে কর্মরত এমন ১ হাজার ৪শ’ ৫০ জন শিক্ষক। এমনকি তারা নির্বাচনী দৌঁড়ে অন্যদের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। 

সম্প্রতি মার্কিন ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন একটি পর্যবেক্ষণ প্রকাশ করেছে। পর্যবেক্ষণে দাবি করা হয়, এবার যে সকল শিক্ষক জাতীয় নির্বাচনে লড়ছেন তাদের অন্তত ১৫৮ জন এখনো  ক্লাশরুমে শিক্ষাদান করেন। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে অংশ নেয়া শিক্ষদের প্রায় ৭০ ভাগ ডেমোক্রেট দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের ফায়েতি কাউন্টির লেক্সিংটন পাবলিক স্কুলের শিক্ষক পাউলা সেটসার। প্রথমবারের মত জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।নির্বাচনী প্রচারণায় তিনি তার আসনের ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভালো সাড়াও পাচ্ছেন। আসন্ন নির্বাচনে শিক্ষকরা ভালো ফলাফল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

Bootstrap Image Preview