Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নওগাঁ-৩: নৌকায় ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাশী ধলুর গণসংযোগ

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৪:২২ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৬:৪৯ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার দিন যতই ঘনিয়ে আসছে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ ততই বৃদ্ধি পাচ্ছে। জোট ও মহাজোটের সম্ভাব্য প্রার্থীদের পদচারনায় মুখোরিত হয়ে উঠেছে এ আসনের জনপদ।

মোটরসাইকেল শো-ডাউন, সভা সমাবেশ, গণসংযোগ, পোষ্টার, ব্যানার, ফেস্টুন ও মতবিনিময় সভার মাধ্যমে প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। সেই সঙ্গে প্রত্যন্ত গ্রামের অভিমানী ও ত্যাগী নেতাকর্মীদের সাথে কুশলাদি বিনিময়, অসুস্থদের সাথে সাক্ষাৎ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে এই আসনে রাজনীতিতে ততই নতুন মাত্রা যোগ হচ্ছে। 

এই আসনে বিশেষ করে আওয়ামী লীগের ৫ জন মনোনয়ন প্রত্যাশী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। অপর দিকে বিএনপির ৪ জন ও জাতীয় পার্টির ১ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছে।

এ নির্বাচনী এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করছেন বর্তমান সংসদ সদস্য ও মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম, সাবেক সংসদ সদস্য ও বিএমডিএর চেয়ারম্যান আলহাজ্ব ড.আকরাম হোসেন চৌধুরী, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহাদেবপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মতিউর রহমানের পুত্র নৌকা প্রতীকে নির্বাচিত মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, সাবেক সচীব এনামুল হক এবং সাবেক পুলিশ সুপার পত্নী সখিনা সিদ্দিকী। নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা উপর মহলে লবিং শুরু করে দিয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু জানান, বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার রোল মডেল। তাই বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। শিক্ষা, চিকিৎসা, বিদ্যুতায়ন, রাস্তা-ঘাট ও ব্রীজ-কালভার্ট নির্মাণসহ দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে দেশের উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন জননেত্রী শেখ হাসিনা। দলের হাইকমান্ড যোগ্য মনে করে আসন্ন সংসদ নির্বাচনে যাকে দলীয় মনোনয়ন দিবেন সর্বস্তরের নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবেন।

ধলু আরো বলেন, ‘আওয়ামীলীগ যদি আমাকে নৌকা প্রতিক দেয় তবে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো। এ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীর মধ্যে পছন্দের প্রার্থী নিয়ে মতভেদ থাকলেও নৌকা প্রতিক নিয়ে কারো কোন বিরোধ নেই’।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু মহাদেবপুর উপজেলা সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ নির্বাচনকে ঘিরে গ্রামগঞ্জ, হাটবাজার ও পাড়া মহল্লায় আওয়ামী লীগের কোন না কোন মনোনয়ন প্রত্যাশী তার কর্মী ও সমর্থক নিয়ে নৌকা প্রতিকে ভোট চেয়ে সরকারের উন্নয়নের বার্তা ভোটারদের কাছে পৌছে দিচ্ছেন। সেই সাথে দলীয় নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শো-ডাউন অব্যাহত রেখেছে মনোনয়ন প্রত্যাশীরা।

অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নওগাঁ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব রবিউল আলম বুলেট ও সাবেক ডেপুটি স্পীকারের পুত্র পারভেজ আরেফীন সিদ্দিকী জনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রায় প্রতিদিনই নির্বাচনী এলাকার গ্রামগঞ্জ চষে বেড়ালেও অপর মনোনয়ন প্রত্যাশী বদলগাছী থানা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল এবং কেন্দ্রীয় ছাত্র দলের উপ-কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ,কে,এম শফিকুল ইসলাম শফিককে নির্বাচনী মাঠে খুব একটা দেখা যাচ্ছে না বলে স্থানীয় বিএনপি সমর্থকরা জানান।

এছাড়াও  জোট ও মহাজোটের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের বাইরে জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন একক প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানালেও প্রচার প্রচারণার মাঠে নাই তিনি।

Bootstrap Image Preview