Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্টের বঙ্গবন্ধু’র সোনার বাংলা ‘হিপোক্রেসি’: অর্থমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:০১ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:০১ PM

bdmorning Image Preview


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চায়। এটি 'হিপোক্রেসি'। তারা বিএনপি’র সাথে আছে বলে জাতীয় দেশের রাজনীতিতে কিছুটা প্রভাব ফেললেও নির্বাচনে আওয়ামী লীগই জিতবে।

কারণ ফ্রন্টভুক্ত দলগুলো ইতিমধ্যেই জনগণের কাছে অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার বিকেলে সিলেট নগরীতে ১২৫ কোটি টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কেউ কেউ বিএনপির সাথে জোট করে বঙ্গবন্ধু’র স্বপ্নের দেশ গড়তে চাইছেন- এমন বক্তব্যকে ‘হিপোক্রেসি’ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। এ ধরনের মন্তব্যকে ‘মুনাফিকি’ বলেও অভিহিত করেন তিনি।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সিলেটে কে কোন দলের মেয়র সেটা আমার দেখার বিষয় না। সিলেটের যত উন্নয়ন হয়েছে, উন্নয়ন যার হাত দিয়েই হোক, এটা আমার উন্নয়ন। এটা স্বীকার করতেই হবে।

এছাড়া অর্থমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার সুরমা নদীর তীর ঘেঁষে রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণে ২৪ কোটি টাকা ব্যয়ে গৃহিত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সার্কিট হাউজের সামনে থেকে কালিঘাট, মাছিমপুর, মেন্দিবাগ, নোয়াগাঁও হয়ে বোরহান উদ্দিন সড়ক পর্যন্ত রিটেইনিং ওয়াল এবং ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ করা হবে।

পরে মন্ত্রী ৫০ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ সুরমার লালমাটিয়ায় এমজিএসপি প্রকল্পের আওতায় সিলেট সিটি কর্পোরেশনের আওয়ায় ডাম্পিং গ্রাউন্ড উন্নয়ন প্রকল্প ও ৫০ কোটি টাকা ব্যয়ে নগরীর যানজট নিরসনে পার্কিং সুবিধা সৃষ্টি, ভাসমান হকার পুনর্বাসন ও জেলা প্রশাসক কার্যালয়, জেলা জজ আদালতসহ সংলগ্ন এলাকার পরিবেশ উন্নয়নকল্পে নগরীর প্রাণকেন্দ্রে লালদিঘী কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেটের অতিরিক্ত প্রকৌশলী পিকে চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এমএ মুমিন, সিকন্দর আলী, সালেহ আহমদ সেলিম প্রমুখ।

Bootstrap Image Preview