Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাসোগি হত্যার ‘লোমহর্ষক’ অডিও রেকর্ড শুনলেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৮:০০ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৮:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


খাসোগি হত্যার লোমহর্ষক অডিও রেকর্ড শুনেছেন সিআইএ প্রধান গিনা হ্যাসপেল। এই অডিও রেকর্ডে হত্যাকাণ্ডের সময় খাসোগির চিৎকার ও কিলিং স্কোয়াডের সদস্যদের নানা কথোপকথন রয়েছে বলে জানিয়েছেন তুর্কি কর্মকর্তারা।

হত্যাকাণ্ড নিয়ে ত্রিপক্ষীয় উত্তেজনার মধ্যে সোমবার তুরস্ক সফরে যান হ্যাসপেল। সফরকালে হত্যাকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে তুরস্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। সেখানে তুর্কি কর্তৃপক্ষের হাতে থাকা হত্যাকাণ্ডের অডিও রেকর্ড শোনার আগ্রহ দেখালে স্থানীয় সময় বুধবার তাকে এগুলো শোনানো হয়।

 

হ্যাসপেলের তুরস্ক সফরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তা হলো অডিও রেকর্ডিং। বলা হচ্ছে এটি নাকি খাশোগি হত্যার অডিও রেকর্ডিং। ধারণা করা হচ্ছে এই টেপে হত্যাকাণ্ডের সময়কার নির্যাতন, চিৎকার, দেহ কেটে টুকরো করা- ইত্যাদির শব্দ ধরা পড়েছে।

পার্স টুডের খবরে বলা হয়েছে, ট্রাম্পকে কী বলেছেন হ্যাসপেল তা জানা যায়নি।

খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য চলতি সপ্তাহে হ্যাসপেল তুরস্ক সফর করেন। এ সময় তুর্কি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সরবরাহ করা অডিও টেপ তিনি শোনেন। তুর্কি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট ভবনে খাশোগিকে নির্যাতনের পর হত্যা করা হয় এবং তার দেহ টুকরো টুকরো করা হয়।

এদিকে, সৌদি আরবের সরকারি কৌঁসুলি বলেছেন, ‘পূর্বপরিকল্পনা’ অনুসারে খাশোগিকে হত্যা করা হয়েছে। তুরস্কের পক্ষ থেকে যেসব তথ্য সরবরাহ করা হয়েছে তা থেকে এটা নিশ্চিত যে, এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত।

সৌদি সরকারি কৌঁসুলির এ বক্তব্যে খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা নতুন মোড় নিল বলে মনে করা হচ্ছে। এর আগে তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা ইলনুর চেভিস বলেছেন, সৌদি যুবরাজের হাত সাংবাদিক জামাল খাশোগির রক্তে রঞ্জিত।

Bootstrap Image Preview