Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফোন পেয়েই শেয়াল উদ্ধারে ছুটে গেল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৫:১৬ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৫:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


১৫ দিন ধরে হাউজের জন্যে খনন করা পুরাতন ২৫ ফিট গভীর গর্তে আটকে ছিল একটি শিয়াল। শিয়ালটি উদ্ধারের জন্য এলাকাবাসী চেষ্ঠা ব্যর্থ হলে ৯৯৯ ফোন করে এক সাংবাদিক। সেই ফোনেই ফায়ার সার্ভিস দীর্ঘ ১ ঘন্টার চেষ্টায় জীবিত উদ্ধার করে শিয়ালটিকে।

বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় ১৫দিন আগে বড়চালা এলাকার আছর আলীর বাড়ীর পুরাতন গভীর গর্তে রাতের আধাঁরে শিয়ালটি পড়ে যায়। পরদিন মানুষে শিয়ালের চিৎকারে বিষয়টি বুঝতে পারলেও উদ্ধার করতে পারেনি। তখন মাঝে মাঝে সেই গর্তে বাসি খাবার ফেলতেন বাড়ীর মালিক। কিন্তু শিয়ালটি দিনে দিনে দুর্বল হয়ে পড়ছিল। বৃহস্পতিবার ছুটিতে গ্রামের বাড়ী গিয়ে বিষয়টি জানতে পারেন ঢাকার এক অনলাইন পোর্টালের সহ সম্পাদক মেহেদী হাসান আবদুল্লাহ। তিনি বিষয়টি দেখে ফোন করেন ৯৯৯ নম্বরে। সেখান থেকে ভালুকায় ফায়ার সার্ভিসের নাম্বার দিলে। ফোন করে বলেন বিস্তারিত, এর পর মাত্র ৩০ মিনিটেই ভালুকা ফায়ার সার্ভিস দলটি পৌছে যায় ঘটনাস্থলে। আর দীর্ঘ চেষ্টায় উদ্ধার করেন শিয়ালটিকে। এ সময় ফিরোজ আল মামুন নামে ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের এক ফায়ারম্যান শিয়ালের কামড়ে আহত হন।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মাজহারুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিস যেকোন দুযোর্গ, দুর্ঘটনায়, মানুষ সহ বিপদে পড়া প্রানীদের রক্ষার্থে এগিয়ে আসে। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান স্থানীয় একজন। সেখান থেকে আমাদের কাছে বিস্তারিত জানালে আমরা এসে শিয়ালটি উদ্ধার করি।’

‘আমাদের এক ফায়ারম্যান শিয়ালের কামরে আহত হয়েছে’ যোগ করেন তিনি।

এদিকে ফায়ার সার্ভিস এসে শিয়াল উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। শিয়াল উদ্ধার দেখতে সেখানে ভীড় করে মানুষ, সেখানে স্থানীয় যুবক ইমরান মোল্লাহ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সেবা পেলাম, ফায়ার সার্ভিসকে ধন্যবাদ বন্য প্রাণীটিকে উদ্ধার করার জন্য। শিয়ালটি উদ্ধারের পর সেটিকে অবমুক্ত করে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Bootstrap Image Preview