Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে শুধু মঙ্গলবারই চুরি করেন তিনি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১০:৪৯ AM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১০:৪৯ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভালো ভাগ্য নিয়ে না জন্মালেও চোরেরও তো ভাগ্য আছে। কখনও ভালো, কখনও খারাপ। কিন্তু ভারতের হায়দ্রাবাদের চোর সমীরের খানের ভাগ্য এমন যে তাকে শুধু মঙ্গলবারই চুরি করতে হয়।

কিন্তু কেন শুধু মঙ্গলবারেই চুরি করতে হয় সমীরের? ৭০০ গ্রাম ওজনের স্বর্ণালংকারসহ তাকে আটকের পর নিজেই জানিয়েছেন, চোখে কম দেখা ও কুসংস্কারের কারণেই তিনি শুধু মঙ্গলবার চুরি করেন।

ভারতীয় সংবাদমাধ্যগুলোকে হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনি কুমার জানিয়েছেন, ২১ লাখ টাকা অলঙ্কারগুলোসহ সমীর ও তার সঙ্গী সোয়েবকে আটক করার পর জিজ্ঞাসাবাদে আজব তথ্য দিয়েছেন তারা। সারা সপ্তাহ তিনি বাড়ি থেকে বের হন না সামীর। সোমবার শেষ হয়ে যখন মঙ্গলবার শুরু হয়, তখন চুরির জন্য বের হন তিনি।

মঙ্গলবার রাত নাকি সমীরের জন্য সৌভাগ্যের রাত। তার বিশ্বাস ঘড়ির কাটা ১২টা ছুঁতেই ভাগ্য খোলে তার। শুভক্ষণ এলে তালাবদ্ধ বাড়িগুলোতে হানা দেয় সে। সঙ্গী সোয়েবকে পাহারায় রেখে একাই বাড়ির মধ্যে ঢুকে পড়েন তিনি।

চোর সমীরের আবার কিছু বিষয়ে নাকি আপত্তিও আছে। তিনি আলমারির তালা ভেঙে চুরি করতে চান না। কারণ, শব্দে মানুষের ঘুম ভেঙ্গে যেতে পারে। আবার চুরির সময় নিজেই চুরি করবেন, সঙ্গী তার সঙ্গে থাকতে পারবে না। কারণ, বিপদ বাধিয়ে ফেলতে পারে।

এ পর্যন্ত তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকেও চুরি করেছেন সমীর। সঙ্গে ছিলেন সোয়েব। সবমিলিয়ে তিন রাজ্যের পুলিশের কাছে ৩০টি চুরির অভিযোগ রয়েছে এ দুজনের বিরুদ্ধে।

Bootstrap Image Preview