Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ ঘর পুরে ছাই 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১০:০২ AM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১০:০২ AM

bdmorning Image Preview


ঝালকাঠি শহরের পুরাতন কলাবাগান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ১১টি ঘর পুরে ছাই।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দমকল বাহিনী চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ২০ জন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া ও কাউন্সিলর নাসিমা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর থানার এসআই দেলোয়ার জানান, আনুমনিক রাত সাড়ে ৮টার দিকে ওই বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ১১টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মুড়ি, চিড়া, ডাল, তেল, গুড়, বিস্কুটসহ শুকনা খাবার প্রদান করা হয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের থাকার জন্য আপাতত পুরাতন কলাবাগান এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview