Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটের হয়ে খেলবেন ডেভিড ওয়ার্নার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৯:৫৪ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী বছরের ৫ই জানুয়ার। আর এই আসরের ক্রিকেটার ড্রাফটের জন্য অপেক্ষা করতে হবে ২৮ অক্টোবর পর্যন্ত। তখন জানা যাবে কোন ক্রিকেটার কোন দলে খেলবেন। কিন্তু এর আগেই অজানা সব খবর জানিয়ে সমর্থকদের চমকে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার সেই তালিকায় নাম লেখাল সিলেট সিক্সার্স।

জানা যায়, ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্বের নামিদামি সব তারকা। এই তালিকায় নতুন যোগ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সিলেট সিক্সার্সের পক্ষ থেকে এমনটাই জানানো হয়।

আজ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ভ্যারিফাইড পেজ থেকে ওয়ার্নারের বিষয়টি জানানো হয়। এছাড়াও ইতিমধ্যে জাতীয় দলের ওপেনার লিটন দাসকে নিজেদের আইকন ক্রিকেটার হিসেবে নিশ্চিত করেছে সিলেট।

ওয়ার্নারকে দলে ভেড়াতে পেরে একটি ভিডিওসহ পোস্ট দেয় উচ্ছ্বসিত সিলেট। ওয়ার্নারের বিভিন্ন সময়ের ভিডিও ক্লিপ্স যুক্ত এই পোস্টে লেখা হয়, ‘তিনি একজন নেতা। তিনি একজন বিধ্বংসী ক্রিকেটার। তিনি একজন মহা তারকা। সিলেট সিক্সার্সে কে আসতে যাচ্ছে নতুন মৌসুমে ধারণা করতে পারেন? সারা পৃথিবী কাঁপিয়ে এবার সিলেট সিক্সার্সে আসছে অসাধারণ ক্রিকেটার। যার চার-ছক্কার ফুলঝুরি যেমন কোটি ক্রিকেট ভক্তের মনে গেঁথে আছে, ঠিক তেমনি তার নেতৃত্বগুণ লাখো ক্রিকেটারের স্বপ্ন। কে এই ক্রিকেটার, যে আসছে কাঁপাতে এবারের বিপিএল সিজন ৬, সিলেট সিক্সার্সের পক্ষে খেলতে?’

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার বর্তমানে জাতীয় দল থেকে নিষিদ্ধ থাকলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে রান করেই যাচ্ছেন।

Bootstrap Image Preview