Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলা মেডিকেল বোর্ডের ১১ হিজড়া শনাক্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:৩৬ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:৩৬ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলায় উপজেলা সমাজসেবা অফিসে মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে ১১ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

হিজড়াদের জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে উপজেলা সমাজসেবা অফিস হিজড়া শনাক্তকরণ কার্যক্রম বাস্তবায়ন করে।

এ উপলক্ষে গঠিত মেডিকেল বোর্ডে সভাপতির দায়িত্বপালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি ডা. খালিদ সাইফুল্লাহ, সদস্যসচিব হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সুলতান আহমেদ।

বোর্ডের অন্য সদস্যরা হলেন- নজিপুর মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রণব কুমার দাস ও বেসরকারি সংস্থা বিএসডিও’র কর্মসূচি সমন্বয়কারী মো. আতাউর রহমান।

মেডিকেল বোর্ডের সামনে মোট ১৪ জন নিজেদের হিজড়া বলে দাবি করলেও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ১১ জনকে হিজড়া হিসেবে চিহ্নিত করা হয়।

এরা হলেন হুমায়ুন, নিত্য হালদার, আল-আমিন, সালাম, মিঠুন কুমার ভুঁইয়া, জরিনা, হারুন অর রশিদ, সুলতান, আদরী, কালাম ও সাগর।

চিহ্নিত হিজড়ারা পরবর্তীতে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন বলে উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে।

Bootstrap Image Preview