Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশি হয়রানি হলে যে ৫টি কাজ করবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:০৬ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:০৬ PM

bdmorning Image Preview


রাজধানীর রামপুরা এলাকায় মধ্যরাতে পুলিশের একটি চেকপোস্টে এক নারীকে হেনস্তার ভিডিও ভাইরাল হওয়ার পর রামপুরা থানার এএসআই ইকবালসহ ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য তদন্ত চলছে।

পুলিশ কর্তৃক এমন কোনো ঘটনার শিকার হলে বা হয়রানির শিকার হলে কী করবেন, তা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মুখপাত্র সোহেল রানা।

তিনি ৫টি উপায়ের কথা তুলে ধরেছেন।

১. যে চেকপোস্টে হয়রানির শিকার হবেন, সেখানকার ইউনিটপ্রধানের কাছে প্রাথমিক অবস্থায় অভিযোগ দায়ের করা যাবে।

২. নাহলে সংশ্লিষ্ট থানায় সরাসরি যোগাযোগ করে দায়িত্বরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে অভিযোগ করতে হবে।

৩. থানাতেও যদি প্রয়োজনীয় সেবাটি না পাওয়া যায়, তাহলে তার চাইতেও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে যেতে হবে।

৪. বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটেও সরাসরি অভিযোগ দায়ের করার সুযোগ আছে।

৫. সবশেষে কোনো ভুক্তভোগী যদি মনে করেন যে- এই অভিযোগ দায়েরের পরও তিনি ন্যায়বিচার পাননি, তাহলে তিনি অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ সদর দফতরে আইজিপি কমপ্লেইন মনিটরিং নামে একটি সেল রয়েছে, সেখানে অভিযোগ করতে পারেন।

Bootstrap Image Preview