Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে কিশোরবান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৫:৪৯ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৫:৪৯ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জে কিশোরবান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, গণ্যমান্যব্যক্তি, কিশোর-কিশোরী এবং এনজিও প্রতিনিধিদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ইউনিসেফ এবং নেদারল্যান্ড এ্যাম্বাসির সহযোগীতায় কর্মমালার আয়োজন করেন ডিজিএফপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক ডাঃ সৈয়দা তাজনীন ওয়ারিস উপস্থিত ছিলেন।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সানজিদা আহমেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ইউএইচও ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আখন্দ, এমও-এমসিএইচএফপি ডাঃ মো. অহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, মাহবুবুব রহমান ফারুক মাস্টার, গাজী সারোয়ার, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ। 

জানা গেছে, দেশের প্রতিটি স্বাস্থ্য সেবা কেন্দ্রে নানা সমস্যার পরামর্শ দিলেও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবার জন্য নির্দিষ্ট কোন কেন্দ্র নেই। তাই সরকার ইউনিসেফ এবং নেদারল্যান্ড এ্যাম্বাসির আর্থিক সহযোগীতায় পাইলট প্রকল্প হিসেবে দেশের চারটি জেলায় কিশোরবান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে।

এরই মধ্যে গাজীপুর জেলা একটি। তবে বর্তমানে কালীগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের মধ্যে নাগরী ইউনিয়নে ইতিমধ্যে এ সেবা চালু হয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে একই উপজেলার বক্তারপুর ইউনিয়ন। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলার ও ইউনিয়ন এ কার্যক্রমের আওতায় আনা হবে বলে কর্মশালায় জানানো হয়।     

 

 

Bootstrap Image Preview