Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোহলি বন্দনায় মুশফিকসহ পুরো ক্রিকেট বিশ্ব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০১:২১ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০১:২১ PM

bdmorning Image Preview


ওয়ানডে ক্রিকেটের এমন এক পর্বতশৃঙ্গ ছুঁলেন কোহলি , যা শচীন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিংদের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানরাও আগে ছুঁয়েছেন। কিন্তু বিরাট কোহালি তাঁদের সবাইকে পিছনে ফেলে দিলেন গতিতে। দশ হাজার রান পূর্ণ করতে তিনি নিলেন ২০৫ ইনিংস, যার ধারে কাছে নেই ব্যাটিংয়ের অন্যান্য কিংবদন্তিরা। 

কোহলির অর্জনের মুকুটে এ আর এক পালক ঠিকই। কিন্তু আধুনিক ক্রিকেটে গতির সঙ্গে তাল মিলিয়ে তিনিই যে ব্যাটিংয়ে সেরা হয়ে উঠেছেন, তা-ই প্রমাণ করে দিলেন বিরাট। বুধবার বিশাখাপত্তনমে দশ হাজারের মাইলফলক পেরিয়ে যাওয়ার পরে ক্রিকেটবিশ্ব ধন্য ধন্য করছে তাঁকে নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিনন্দন বার্তাও ভেসে এসেছে ভারত অধিনায়কের জন্য। বিরাটকে অভিনন্দন জানিয়ে পিসিবি-র টুইটারে লেখা হয়েছে ‘মনুমেন্টাল এফর্ট’। শুধু পাকিস্তানের ক্রিকেট বোর্ডই নয়। ভারতীয় দলের অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহম্মদ হাফিজও। তিনি টুইট করেছেন, ‘‘ওয়ান ডে-তে দশ হাজার রানের মাইলফলক ছোঁয়ার জন্য বিরাটকে অভিনন্দন। অসাধারণ খেলোয়াড় ও ভাল মানুষ। দক্ষতা, আন্তরিকতা ও প্রত্যয় দিয়ে ক্রিকেটভক্তদের আনন্দ দিয়ে চলেছ। এমন আশীর্বাদধন্য হয়েই থেকো।’’ 

দশ হাজার রানের মাইলফলক পেরোতে গতিতে যাঁকে পিছনে ফেলে দিলেন, সেই ১৮ হাজারেরও বেশি রানের মালিক শচীন টেন্ডুলকার কোহলিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘যে তীব্রতা ও ধারাবাহিকতা নিয়ে তুমি ব্যাট করো, তা অসাধারণ। অভিনন্দন তোমাকে। রানের এই ধারা বজায় রেখো।’’ 

ভারতীয় দলের ব্যাটসম্যান সুরেশ রায়না তাঁর টুইটারে লিখেছেন, ‘‘সেঞ্চুরি পে সেঞ্চুরি বারবার, রান হুয়ে পুরে দশ হাজার’’ (সেঞ্চুরি বারবার, রান হল পুরো দশ হাজার)। ভারতীয় দলে তাঁর সতীর্থ ঋষভ পন্থও উজ্জীবিত অধিনায়কের এই কীর্তিতে। তিনি টুইট করেন, ‘‘আমার সৌভাগ্য যে ওঁর সঙ্গে একই দলে একই সময়ে খেলছি। অভিনন্দন বিরাট ভাই। আমাদের মতো তরুণদের প্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার ব্যাটে আরও অনেক রান চাই।’’

এই সব ব্যাপারে বীরেন্দ্র শেওয়াগ বরাবরই অন্যরকম। বিরাটের এই সাফল্যেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা, ‘‘সফটওয়্যার সব সময়ই আপডেট হতে থাকে। বিরাট কোহালি নতুন করে বুঝিয়ে দিল, ধারাবাহিকতা কাকে বলে। ১১ ইনিংস আগেই ৯ হাজার পূর্ণ করার পরে আজ দশ হাজারতম রান করল সে। ৩৭টা সেঞ্চুরি করে ফেলল। অসাধারণ ঘটনাটা উপভোগ করো।’’

এদিকে কোহলির এমন কীর্তিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি কোহলি স্যার হিসেবে সম্বোধন করে নিজের টুইটার একাউন্টে লিখেছেন, ‘চোখের পলকে ওয়ানডে ক্রিকেটে দশ হাজার রান করে ফেলায় স্যার বিরাট কোহলিকে অভিনন্দন।’

কোহলির চেয়ে দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মুশফিকের। কোহলির এমন কীর্তির দিনে আন্তর্জাতিক ক্রিকেট তিন ফরম্যাট মিলে ১০০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। 

Bootstrap Image Preview