Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মার্কিন সমর্থন ছাড়া খাশোগিকে হত্যা সম্ভব নয়: রুহানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০১:০৩ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০১:০৩ PM

bdmorning Image Preview


ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমি মনে করি- মার্কিন সমর্থন ছাড়া সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা অসম্ভব বলে জানিয়েছেন।

বুধবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশনে খাশোগিকে হত্যার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এমন জঘন্য অপরাধ করতে কোনো দেশই দুঃসাহস দেখাবে না।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আজকের দুনিয়ায় নতুন এ শতাব্দীতে এসে এ রকম একটি সুসংগঠিত হত্যাকাণ্ড আমরা দেখব আর একটি দেশ এ রকম একটি জঘন্য খুনের পরিকল্পনা করবে, সেটি কেউ-ই কল্পনা করতে পারবে না। যুক্তরাষ্ট্রের ছত্রছায়া ছাড়া একটি দেশ এমন অপরাধ করার সাহস করবে বলে আমি মনে করি না।

রুহানি তার বক্তব্যে তুরস্ক সরকারকে এ বর্বর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানান।

এ ছাড়া ইয়েমেনে বেসামরিক নাগরিকদের ওপর সৌদি জোটের হামলার পেছনেও যুক্তরাষ্ট্রের হাত আছে বলে তিনি অভিযোগ করেন। সৌদি আরবের শাসনব্যবস্থারও কড়া সমালোচনা করেন রুহানি।

ইরান ও সৌদি আরব একে অপরের আঞ্চলিক প্রতিপক্ষ। সিরিয়া, ইয়েমেনের যুদ্ধে দুই দেশ বিপরীত দুপক্ষকে সমর্থন দিয়েছে। তা ছাড়া ইরাক ও লেবাননেও দেশ দুটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়ে আসছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর নিজের বিয়ের কাগজপত্র আনতে ইস্তানম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশোগি। সৌদি গুপ্তচররা ওই কনস্যুলেটের ভেতরেই এ সৌদি সাংবাদিককে হত্যা করে বলে তুরস্কের তদন্তে বেরিয়ে এসেছে।

Bootstrap Image Preview