Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাশোগি হত্যা : সিআইএ'কে তথ্য-প্রমাণ দিল তুরস্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ১২:০০ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ১২:০০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেল তুরস্ক সফরে গিয়েছেন।সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার তথ্য-প্রমাণ গিনার কাছে উপস্থাপন করেছে তুর্কি সরকার। তুরস্কের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটির কর্মকর্তারা সিআইএ প্রধানকে বিষয়টি 'ব্রিফ' করলে তিনি তা বিশ্বাস করেছেন। তথ্য-প্রমাণের মধ্যে রয়েছে ফুটেজ, অডিও টেপ এবং সৌদি কন্স্যুলেট ভবন থেকে সংগ্রহ করা অন্যান্য তথ্য।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুর্কি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য তিনি জন্য তুরস্ক সফর করেন।

উল্লেখ্য, সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেটে হত্যা করা হয়। বিষয়টি প্রথম দিকে সৌদি সরকার অস্বীকার করলেও ১৭ অক্টোবর তা স্বীকার করে। এ ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে সৌদি আরব। 

Bootstrap Image Preview