Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইয়েমেনে বিমান হামলায় নিহত ১৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ১১:৫৭ AM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ১১:৫৭ AM

bdmorning Image Preview


ইয়েমেনের হুদাইদাহ প্রদেশে একটি সবজি প্যাকেটজাতকরণ কারখানায় বিমান হামলায় ১৬ বেসামরিক নিহত হয়েছে। স্থানীয় চিকিৎসক ও স্থানীয় বাসিন্দারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি জোট ২০১৫ সাল থেকেই ইয়েমেনে অভিযান শুরু করেছে। সেখানে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বার বার বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় বহু বেসামরিকও নিহত হয়েছে। কিন্তু জোটের তরফ থেকে ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করা হয়েছে।

দেশটির হুদাইদাহ শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বেইত আল ফাকিহ শহরের স্থানীয় চিকিৎসক ও বাসিন্দারা জানিয়েছেন, বিমান হামলার ঘটনায় আরো ১২ জন আহত হয়েছে।

তিনি বলেন, আল মাসুদি এলাকার একটি সব্জির প্যাকেটজাতকরণ কারখানায় বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। হামলায় হতাহতরা সবাই ওই কারখানার কর্মী বলে জানানো হয়েছে।

তবে এব্যাপারে হুথিভিত্তিক বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, ওই এলাকায় বিমান হামলার ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।

সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি বলেন, জোট এই ঘটনার তদন্ত করছে। তিনি বলেন, আমরা এই বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি।

ইয়েমেনে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছে আরও ২০ লাখের বেশি মানুষ।

Bootstrap Image Preview